চন্দনাইশে কাটা পাহাড় পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী হাফছড়িকুল এলাকায় কাটা পাহাড় পরিদর্শন করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে সাবাড় করার সত্যতা পান এবং পাহাড় কাটার সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারিজামিজুরী হাফছড়িকুল এলাকায় পাহাড় কেটে মাটি নিয়ে যাওয়ার বিষয়টি। বৃহস্পতিবার দুপুরে ওই স্থানে পরিদর্শন করি এবং পাহাড় কাটার সত্যতা পাই। এসময় পাহাড় কাটার সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে না পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রতিনিধিদল যারা আসছেন তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বেশকিছুদিন ধরে হাফছড়িকুল এলাকায় প্রকাশ্যে একটি আস্ত পাহাড়ের সিংহভাগ কেটে মাটি বিক্রি করে দেয় একটি চক্র। এদিকে পাহাড় কেটে মাটি পরিবহন করতে গিয়ে বেহাল অবস্থা দোহাজারী পৌরসভার অধীনে প্রথম কোটি টাকা ব্যয়ে নির্মিত হাফছড়িকুল আরসিসি সড়কটির।

পূর্ববর্তী নিবন্ধফজলে করিম চৌধুরী ৩ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধতালসরা দরবারের ওরশ ২৯ জানুয়ারি