চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নে ওরশ শরীফের প্রস্তুতি সভায় মিলাদ মাহফিল ও ছেমা মাহফিলের সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের গুরুতর আহত ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাতবাড়িয়ার আলম শাহ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত শুক্রবার রাতে প্রস্তুতি সভা চলছিল। এসময় বৈঠকে মিলাদ মাহফিল ও ছেমা মাহফিলের সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। তারা হলেন মৃত শামসুল আলমের ছেলে মো. ইউসুফ (৪৫), মো. ইদ্রিস (৫২), মো. ইদ্রিসের ছেলে মিজানুর রহমান (২৬), মৃত জাগির আহমদের ছেলে মোরশেদুল আলম (৩৭), মনসুর আলম (৩৫) ও আবদুল মান্নানের ছেলে মো. সায়েম (১৮)। আহতদের মধ্যে মো. ইউসুফ ও মিজানুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম জানান, আলম শাহ (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে মিলাদ মাহফিল ও ছেমা মাহফিলের সময় নির্ধারণ নিয়ে হঠাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।