চন্দনাইশে এলডিপির মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আসন্ন পৌরসভা নির্বাচনে চন্দনাইশে এলডিপি মনোনীত মেয়রপ্রার্থী এম. আইনুল কবিরসহ ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপি ও মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় গতকাল মঙ্গলবার এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, গত ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষদিনে চন্দনাইশে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ঋণখেলাপি হওয়ায় এলডিপি মনোনীত মেয়রপ্রার্থী এম. আইনুল কবিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে অপর ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তন্মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ১নং ওয়ার্ডের শাহেদুল ইসলাম, ঋণ খেলাপি হওয়ায় ২নং ওয়ার্ডের কেএম হামিদ উদ্দিন, মোজাম্মেল ইসলাম সোহেল ও মোঃ কামাল হোসেন চৌধুরী এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় একই ওয়ার্ডের মো. ইউসুফ, ঋণ খেলাপি হওয়ায় ৪নং ওয়ার্ডের মো. গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ডের মো. সৈয়দ এবং মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সরওয়ার ইসলাম, ৭নং ওয়ার্ডে মো. মোজাম্মেল হক চৌধুরী এবং ঋণখেলাপি হওয়ায় মো. আবু ছাদেকসহ ১০ কাউন্সিলরন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে দাখিলকৃত ৯ জন প্রর্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা ৩ দিনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে আপিল করতে পারবেন।
এদিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার তথ্য গোপনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি আসলে সঠিক নয়। নাম ও পিতার নাম প্রার্থী মোজাম্মেলের সাথে মিল থাকায় কেউ হয়তো এমন অভিযোগ দিয়েছে। এছাড়া ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সরওয়ার আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের যে মামলাটি দেখানো হয়েছে মূলত তা আবু তাহেরের বিরুদ্ধে। কম্পিউটার টাইপে ভুল হওয়ায় ২ কমিশনার প্রার্থীর তথ্য ভুল এসেছে। যা আপিলের মাধ্যমে সংশোধন করা যাবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। এরমধ্যে আগামী ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নারী কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে ওয়াইফাই নগরী গড়ার প্রতিশ্রুতি