চন্দনাইশে আগুনে পুড়ল ৪ বসতঘর

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে আগুনে পুড়েছে ৪টি বসতঘর। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের প্রদীপ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মিনু বিশ্বাস, বিজলী বিশ্বাস, শিবু বিশ্বাস ও সুজিত বিশ্বাস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বসতঘরগুলো থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার টিম লিডার মো. আবদুল্লাহ বলেন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৪ পা ও ৩ হাতের অদ্ভুত শিশুর জন্ম
পরবর্তী নিবন্ধকরোনার নতুন ধরনের বিরুদ্ধে কাজ করছে মডার্নার টিকা