চন্দনাইশের সাতবাড়িয়া থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম জুবায়ের আরেফিন (২৮)। চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা যায়, সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে পেয়ে অভিযান চালিয়ে সাতবাড়ীয়া ইউনিয়নের নাজিরহাট নগরপাড়ার মোহাম্মদ জাফরের ছেলে সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে নিজ ঘর থেকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ১টি দেশীয় অস্ত্র, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল সেট ও নগদ ১ হাজার ২৩১ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী জুবায়েরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।