জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী চন্দনাইশে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার সকালে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) আসন থেকে তিনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে বলেন, চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামে উন্নয়ন করেছে বিএনপি, কোনো ব্যক্তি নয়। চন্দনাইশ বিএনপির অন্যতম ঘাঁটি। অথচ বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে তাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দেয়ার। আর তাই চন্দনাইশের ভোটাররা উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দিতে। তিনি বলেন, তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্রকাঠামো মেরামত ও সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অনেকগুলো নিয়ে কাজ করছেন। দফাগুলো বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ সর্বক্ষেত্রে পার্লামেন্ট চিন্তাধারা বাস্তবায়ন হবে। আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরাম ও বিএনপি নেতা এডভোকেট রফিক আমহদ, আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, এডভোকেট জসিম উদ্দীন হিমেল, ইউনুছ গণি বাবুল, ফেরদৌস ওয়াহিদ, জাহাঙ্গীর আলম, মো. হারুন সওদাগর, আল মোহাম্মদ হিরু প্রমুখ।












