সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্বপ্নের মেট্রোরেলের পর এখন পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন তিনি। পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেল ও দোহাজারী–কক্সবাজার রেললাইন নির্মাণের মধ্যদিয়ে দেশের চেহেরা পাল্টে দিয়েছেন। দেশের মানুষের জন্য তিনি বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছেন, গৃহহীন মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করেছেন। তাই আগামীতেও দেশের উন্নয়ন ও সমপ্রীতি বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তিনি গত শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্র্তৃক ৭০ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম সড়ক ও ১৬ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে মুন্সি কেরামত আলী চৌধুরী বাড়ী সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এর আগে তিনি গত শুক্রবার ৯০ লাখ টাকা ব্যয়ে বৈলতলী–মাইজপাড়া–হিন্দুপাড়া–ইউনুচ মার্কেট সড়ক ও কালিয়াইশে ২৭ লাখ টাকা ব্যয়ে বুদা গাজী সড়কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, আমিন আহমেদ চৌধুরী রোকন, মোজাম্মেল হক, কবির আহমদ সওদাগর, ডা. আবুল হোসেন, নাজিম ভুইয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মামুন, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, কাফি চৌধুরী, ইমন প্রমুখ।
একইদিন তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বৈলতলী জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, নবনির্মিত উমেদ আলী চৌধুরী জামে মসজিদের উদ্বোধন এবং দোহাজারী ঈদ পুকুরিয়া দীঘিরপাড় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।