চন্দনাইশ শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

| বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পুর্ব সাতবাড়িয়ায় দরিদ্র পরিবারের স্কুলকলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ বিকাশ চন্দ্র দের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী। তিনি বলেন, এলাকার দরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের শিক্ষা জীবন অর্থ সংকটমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এলাকার পিছিয়ে থাকা হত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে এ ফাউন্ডেশন। তিনি বলেন, নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রাখা হবে। এতে উপস্থিত ছিলেন খানদীঘি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বশর, পুর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশনের কোচেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মো. মাঈনুল ইসলাম পুতুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ বা ২৫ জানুয়ারি
পরবর্তী নিবন্ধঘাসফুলের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন