চন্দনাইশ বৈলতলী গ্রামের নিশ্চল মঠে স্বামী নিশ্চানন্দ স্বামীজীর ৮১তম তিরোধান মহোৎসব ও অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ কাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে রয়েছে–সকালে গীতা পাঠ, বিকালে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর স্বদেশ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।











