চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসাইনের সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিভিন্ন বিষয় নিয়ে পৃথক এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আরশাদ উল্লাহ, খুরশীদ রোকেয়া, আবু তাহের, আব্দুল মান্নান, প্রফেসর এয়াকুব নবী, সাংবাদিক কমর উদ্দিন ও মো. মাসুদ। সভা শেষে কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।