সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ পৌরসভার বৃহত্তম বাজার খানহাটে ৪ তলা বিশিষ্ট রুরাল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এতে পৌরবাসীরা কোন রকম দুর্ভোগ ছাড়াই মালামাল কেনা-বেচা করতে পারবেন। গত ৫ জুন চন্দনাইশ পৌরসভার খানহাট বাজারে আধুনিক রুরাল মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পৌর মেয়র মু. মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, এম কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, আবুল কাশেম বাবলু, নবাব আলী, আমির মো. সাইফুদ্দিন, মহিলা কাউন্সিলর শিরিন আকতার, মাহিন, জাহেদ চৌধুরী, সম্রাট চৌধুরী, ইমন, কাফি, আরমান, রুমি, সাইমন, ফরমান, দিপু, রবিউল প্রমুখ।