চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম কারাগারে

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. রাসেল পারভেজ গতকাল বুধবার জসিমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বিডিনিউজের।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, ‘তদন্তকালে পাওয়া তথ্যের ভিত্তিতে এ মামলার এজাহারভুক্ত ২১ নম্বর আসামি জসিম উদ্দিন আহমেদকে বুধবার ঢাকার হোটেল লোমেরিডিয়ানের পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্তাধীন এবং আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। আসামির কাছ থেকে পাওয়া তথ্য ও নামঠিকানা যাচাইয়ের কাজ চলছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।’

আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ আল আমিন জানান, জসিম উদ্দিনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দেন।

এর আগে ১০ জুলাই পদ্মা ব্যাংকের ঋণখেলাপির এক মামলায় জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় চট্টগ্রামের অর্থঋণ আদালত। তারও আগে গত ৩০ এপ্রিল ঋণখেলাপির মামলায় জসিম ও তার স্ত্রীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে তিন বছর পর জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে রংয়ের কাঁচামালবাহী ভাউচার লুটের চেষ্টা