চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর জামিন

ঋণখেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

পদ্মা ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৮৯ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহির জামিন মঞ্জুর করেছে আদালত।

গতকাল শর্ত অনুযায়ী ২১ কোটি টাকা পরিশোধ করে জামিন চেয়ে আবেদন করলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ জুলাই এ দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, শর্ত অনুযায়ী আজকে (গতকাল) ২১ কোটি টাকা পরিশোধ করে জামিন চেয়ে আবেদন করলে জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর জামিন মঞ্জুর করেন বিচারক। এ নিয়ে সবমিলে খেলাপি ঋণের ৪৩ কোটি টাকা পরিশোধ করেছেন জসিম উদ্দিন আহমেদ। আদালতসূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২০ সালে অর্থঋণ মামলা করে পদ্মা ব্যাংক খাতুনগঞ্জ শাখা। জসিম উদ্দিন আহমেদ খাতুনগঞ্জের জেসিকা ট্রেড ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের হোটেল রামাদার মালিক।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধ‘কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাফকো’