আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার উপজেলার বাদামতলস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসমাবেশে চন্দনাইশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও আবু হেনা ফারুকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহাবুবুল আলম শিবলী, ফেরদাউসুল ইসলাম খান, আবুল বশর ভূইয়া, এম. কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, বলরাম চক্রবর্ত্তী, মাস্টার আহসান ফারুক, উৎপল রক্ষিত, মাহাবুবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, অ্যাড. জয়শান্ত বড়ুয়া, সমিরণ দাশ তপন, মো. সেলিম উদ্দীন প্রমুখ।