চন্দনপুরা শিশু নিকেতন কিন্ডারগার্টেনে আহরণ শিক্ষক সভা

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কোতোয়ালী থানাধীন চন্দনপুরা শিশু নিকেতন কিন্ডারগার্টেনে আহরণ শিক্ষক সভা গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইয়াছিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক সুলতান সালাউদ্দিন কাদের।

সভায় প্রার্থনা কবিতাটি আবৃত্তি করেন শিক্ষক ফাহিমা আকতার। আহরণের ২৮ বছর পূর্তি উপলক্ষে বিবৃতি পাঠ করেন সিনিয়র শিক্ষক শারমিন আকতার। আহরণ শব্দের সমার্থক অর্থ, আহরণ প্রসঙ্গ, আহরণ ঘোষণাপত্র ও আহরণ কণিকা উপস্থাপন করেন শিক্ষক রেশমি আকতার, প্রিয়তি বড়ুয়া, আমির হোসাইন ও সাথী চক্রবর্তী। আহরণের ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম আহরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতাদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধকিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই