সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত বার্ষিক আয়োজন দুদিনব্যাপী ‘চতুর্বিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন-২০২১’ আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। করোনা মহামারির কারণে এবার অনলাইনে আয়োজন সম্পন্ন হচ্ছে। সকল শ্রোতা-দর্শক ফেইসবুকে sadarang USPBD এই পেইজে সরাসরি যুক্ত হতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
দুদিনের সম্মেলনে সংগীত পরিবেশন করবেন শিল্পী দোলন কানুনগো, সবুজ আহমেদ, দিপ্তী সমাদ্দার, শান্ত আহমেদ, রাজীব দাশ, আলমগীর পারভেজ, কামরুল আহমেদ, নিশিথ দে, রতন দত্ত, প্রশান্ত ভৌমিক, মো. বাররু ইবনে আজম, রাজীব চক্রবর্ত্তী, টিটু ঘোষ, অপরাজিতা চৌধুরী, সুহা চক্রবর্ত্তী ও আদ্রিতা চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি।