চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ

সেমিনারে বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এরই মধ্যে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। গতকাল শুক্রবার সকালে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে ‘চতুর্থ শিল্প বিল্পব : বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য রাখেন। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল সেমিনারের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এরই মধ্যে প্রবেশ করেছে। কিন্তু এর সফলতা অনেকাংশে নির্ভর করছে পেশাগত হিসাববিদগণসহ সকল পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপর। এছাড়া বাংলাদেশ এরই মধ্যে এলডিসি থেকে উত্তরণ হয়ে ২০২৪ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির সাবেক সভাপতি আরিফ খান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব যেমন একদিকে বাংলাদেশে সম্ভাবনার সৃষ্টি করবে, আবার এটি কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যেমন, চতুর্থ শিল্পবিপ্লবের ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থান হবে তেমনি অন্য মানুষের চাকরি হারানোর সম্ভাবনাও তৈরি হবে। একটা বিষয় চিন্তা করে দেখুন, আমাকে আপনাকে নিজের ঘরের লোকজন যতটা না চিনে তার বেশি চিনে গুগল কিংবা বিভিন্ন অটোমেটেড মেশিন। আমরা এখন প্রতিনিয়ত মেশিনের ওপর নির্ভরশীল। ছোট একটি স্মার্টফোন কতটাই না আপডেট করেছে ভেবে দেখুন। বিভিন্ন সফটওয়্যার আমার আপনার পছন্দ অপছন্দ মনে রেখে দিচ্ছে, কারণ ওখানে সেই সিস্টেম আছে।
স্বাগত বক্তব্য দেন, সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মেদ মনোয়ারুল হক। বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএরি সাবেক প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
অপরদিকে অনুষ্ঠানে ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলমের পরিচালনায় ‘চতুর্থ শিল্প বিপ্লব : সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। আলোচনায় অংশগ্রহণ করেন ইনডেক্স গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ এফসিএমএ এবং সুন সিং গ্রুপের সিএফও কাউসার আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামানের পরিচালনায় ‘চতুর্থ শিল্প বিপ্লব : ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন এবং বিডিআরএএল (ডান অ্যান্ড ব্রাডস্ট্রিটের) এর সিইও ড. সৈয়দ এ মামুন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ প্যাভেলিয়নে মন ভরে না প্রবাসীদের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা