‘চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

কাটিরহাট মহিলা কলেজ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে ব্যবস্থাপনা বিভাগ ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের যৌথ উদ্যোগে ‘চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার গতকাল বুধবার কলেজের আইসিটি মিলনায়তনে অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন চবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা। অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহ নেওয়াজ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল অদুদ। অনুষ্ঠানের ক্রোড়পত্র সম্পাদনা করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাসরিন পারভীন ও অধ্যাপক মুহাম্মদ নাছির উল্ল্যাহ এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক আশিক সায়েম চৌধুরী। প্রধান আলোচক বলেন, পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিতে হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম হাতিয়ার। রোবটিক্স ও আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদন, কৃষি, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কাজ অতি সহজেই করা যাচ্ছে বর্তমান সময়ে। গতানুগতিক কাজে মানুষের শ্রমের ব্যবহার কমে আসবে। সকল ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের কারণে কর্মক্ষেত্রে আসবে বৈপ্লবিক পরিবর্তন। আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক মানিক চন্দ্র নাথ প্রমুখ। সেমিনারে মাল্টিমিডিয়া প্রদর্শন করেন অধ্যাপক প্রণব কুমার নাথ ও অধ্যাপক মো. ফয়সাল আন নিজামী। সেমিনার উপস্থাপনা করেন বাংলা বিভাগের অধ্যাপক সুললিত কান্তি দে। প্রধান আলোচক ড. তুনাজ্জিনা সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ কল্যান নাথ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধআকবরশাহে ফোম কারখানায় আগুন