চট্রগ্রামে শুরু হলো ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৩২ অপরাহ্ণ

চট্রগ্রাম, ২১ ফেব্রুয়ারি ২০২৫চট্রগ্রামের ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে দু’দিনব্যাপী ইবিএলবিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশীপের ৩৩তম আসর।

গতকাল (২১ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি, স্টেশন কমান্ডার, চট্রগ্রাম ক্যান্টনমেন্ট এবং ভিপি এডমিন এবং ফাইনান্সভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু।

এছাড়াও উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী এবং কর্পোরেট বিজনেসচট্রগ্রাম প্রধান সঞ্জয় দাশ।

দেড় শতাধীক নারী ও পুরুষ গলফার বিভিন্ন গ্রুপে এই শৌখিন চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দিতা করছেন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম ক্যান্টনমেন্টের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট ও পাপা টাইগার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি; ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ওসমান এরশাদ ফয়েজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী এবং কর্পোরেট বিজনেসচট্রগ্রাম প্রধান সঞ্জয় দাশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২১ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভাটিয়ারিতে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হল ২৪ পদাতিক ডিভিশনের ম্যারাথন