চট্টগ্রামের ২ ফার্মেসিতে অভিযান, অবৈধ বিদেশি ওষুধ জব্দ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ জুন, ২০২৪ at ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে ২ টি ফার্মেসিতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সাড়ে ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়। একইসঙ্গে ২ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যে ২ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো—ইমন মেডিকেল হল ও সাহান মেডিকো।

এনএসআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক ও ঔষধ তত্ত্ববধায়ক ফজলুল হক ও কোতোয়ালী থানার পুলিশ।

চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে বিক্রির জন্য নিবন্ধন প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। আমাদের কাছে অভিযোগ এসেছে ফার্মেসিগুলোতে অনুমোদনহীন বিদেশি ওষুধ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছে।

সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে এবং দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।আমার ধারণা ঔষধ গুলো অধিক মুনাফার আশায় লাগেজ পার্টির মাধ্যমে দেশে এনেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধটাকা আদায় করতে মা‌লিকের সাথে অপহরণ নাটক, সিএনজি ড্রাইভারসহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সুপার এইট পর্ব শুরু কাল সকালে