ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে আসন ভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৩শ’ সংসদীয় আসনে আসন ভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম–৫ হাটহাজারী ও চসিকের ১০ ও ২ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম–৮ বোয়ালখালী উপজেলা ও চসিকের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম–৯ কোতোয়ালী সংসদীয় আসন। চট্টগ্রাম–১০–পাহাড়তলী–হালিশহর–খুলশী আসন।
চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে। এই আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এবং বন্দর থানার নির্বাচন কর্মকর্তা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম–১ মীরসরাই আসন, চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন, চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসন, চট্টগ্রাম–৬ রাউজান, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম–১২ পটিয়া, চট্টগ্রাম–১৩ আনোয়ারা–র্কণফুলী, চট্টগ্রাম–১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক, চট্টগ্রাম–১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক এবং চট্টগ্রাম–১৬ বাঁশখালী সংসদীয় আসন।
সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে।
একই সাথে চট্টগ্রাম–৪ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম–৫ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম–৮ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম–৯ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে চান্দগাঁও এবং কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম–১০ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে পাহাড়তলী থানা ও ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।












