চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হোক

আলাউদ্দিন তাহের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টা সম্প্রচারের জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী আলাউদ্দিন তাহের বলেন, এটা শিল্পী, কলাকুশলীদের জন্য গৌরবের বিষয়। আশা করব, এখানে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। কথাটা বলছি এ কারণে, ১৮ ঘণ্টা সম্প্রচার শুরুর পরও আমরা দেখেছি, চট্টগ্রাম কেন্দ্র থেকে ঢাকার পুরনো অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এবার যেন তা না হয়। অনুষ্ঠানের যেন সুষ্ঠু বণ্টন হয়-এ দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।
তিনি বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে সত্যিকার অর্থেই জনগণের চ্যানেল করতে হবে। দেশের মানুষের মনের মতো করে অনুষ্ঠান ও বিনোদন কন্টেন্ট নির্মাণ করতে হবে। সিটিভির মাধ্যমে চট্টগ্রামকে বড় করে তুলে ধরতে হবে। লোকবল বাড়াতে হবে, ইন্সট্রুমেন্ট আরো বেশি আধুনিক হতে হবে। মানের দিকে একটু খেয়াল রাখতে হবে। মানটা কে কন্ট্রোল করবে তা-ও ভাবার প্রয়োজন রয়েছে। মানের দিক থেকে উন্নতি যতদিন না হবে ততদিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের প্রতি দর্শকের আগ্রহ তৈরি হবে না।

পূর্ববর্তী নিবন্ধশিল্পীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামের অনেক কিছু তুলে ধরার সুযোগ রয়েছে