চট্টগ্রামের রাজনীতিতে এম এ আজিজের অবদান অসামান্য : মোশাররফ

জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। জাতীয় জীবনে সচরাচর এমন ঘটনা ঘটে না। যখন ঘটে তখন জাতির জন্য তা মহৎ তাৎপর্য বহন করে আনে। তিনটি ঘটনার যোগাযোগে চলতি সাল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই তিনটি ঘটনা হচ্ছে-মুজিববর্ষ, স্বাধীনতার সূবর্ণ-জয়ন্তী এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, এক দফার প্রবক্তা এম এ আজিজের জন্মশতবার্ষিকী। চট্টগ্রামের রাজনীতি, আওয়ামী লীগ এবং স্বাধীনতার জন্য এম এ আজিজের অবদান অসামান্য। তাই তাঁর জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা জাতীয় দায়িত্ব। গত ২৪ ফেব্রুয়ারি মূলধারা ৭১ সংগঠনের একটি প্রতিনিধিদল সাক্ষাতে গেলে ইঞ্জিনিয়ার মোশাররফ এসব কথা বলেন। তিনি বলেন, এমএ আজিজ রাজনীতির মহীরূহ, তিনি না হলে চট্টগ্রামে আওয়ামী রাজনীতির গোড়াপত্তন সম্ভব হতো না। তিনি বাঙালি জাতীয়তাবাদের আলোকস্তম্ভ, ৬ দফা আন্দোলনের অগ্নিপুরুষ, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চেয়ারম্যান, ফটিকছড়ির সাবেক এমপি মির্জা আবু মনসুরকে কো-চেয়ারম্যান, নাসিরুদ্দিন চৌধুরীকে মহাসচিব, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন শাহকে যুগ্ম মহাসচিব এবং মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট এমএ আজিজ জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পানচাষী গফুর হত্যা মামলার আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু