বিপিএল শুরুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে এলেন তামিম। তিনি এ দিন সন্তুষ্ট ছিলেন মাঠের সীমানা নিয়ে। সিলেটে মাঠে পর্যাপ্ত জায়গা থাকার পরও সীমানা অনেক ছোট করায় প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে চট্টগ্রামে সীমানা নিয়ে তার আপত্তি নেই। আভাসটা অবশ্য আগেই ছিল। ‘এখানে এমনিই রান হবে। সীমানা ছোট করার প্রশ্নই আসে না’– চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের বাউন্ডারির প্রসঙ্গে ম্যাচের আগের দিনই বলছিলেন মাঠ সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ম্যাচের দিন দেখা গেছে তার কথার প্রতিফলন। মিরপুর বা সিলেটের তুলনায় বেশ বড় চট্টগ্রামের মাঠের সীমানা।
সিলেট পর্বে প্রথম ম্যাচ খেলে তামিম সরাসরিই বলেছিলেন, সীমানা যেন আরও বড় করা হয়। ওই মাঠে মেটেনি ফরচুন বরিশালের অধিনায়কের আশা। চট্টগ্রামে এসে প্রথম দিনই তামিম পেলেন তুলনামূলক বড় সীমানার মাঠ। সেখানে নিজের ঘরের মাঠের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে তিনি খেললেন ৪৪ বলে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস। বড় বাউন্ডারির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বরিশাল অধিনায়ক বলেন, ‘সার্বিকভাবেই এই টুর্নামেন্টে উইকেট খুব ভালো। আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন… সিলেটও দুর্দান্ত ছিল। চট্টগ্রামও ঠিক আছে। ভালো লাগার বিষয়, বাউন্ডারিটা ভালো ছিল। সীমানার দৈর্ঘ্য বেড়েছে আগের চেয়ে। ঠিক এমনই হওয়া উচিত। আজকে দেখেছেন সীমানায় অনেকগুলো ক্যাচ হয়েছে। এই জিনিসটা অব্যাহত থাকা উচিত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সীমানার দৈর্ঘ্য। ৫২–৫৩ মিটারের বদলে এই মাপেই খেলা উচিত।’ ম্যাচ শুরুর আগেই দলে দলে মাঠে আসতে থাকেন বরিশালের সমর্থকরা। পুরো ম্যাচ প্রায় ভরা গ্যালারির সামনেই খেলেন তামিমরা। পরে দারুণ এই সমর্থকগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি অধিনায়ক। ‘আমরা অসম্ভব সৌভাগ্যবান। যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি, যেখানেই খেলি না কেন, সবসময় অনেক দর্শক টানতে পারি। আমরা ৬টা ম্যাচ খেলেছি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মাঠে দর্শক বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, ‘এ মুহূর্তে নেই বলার মতো অবস্থায়। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’ জাতীয় দলকে বিদায় বলে দিলেও এখনো খেলাতেই ফোকাস তামিম ইকবালের। যতদিন সম্ভব খেলতে চান। বলছিলেন, ‘যতটুকু পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’