জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি চট্টগ্রাম বিভাগ। তৃতীয় রাউন্ডে এসেও জয়ের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচের তিন দিন চলে গেলে গতকাল। কিন্তু ম্যাচের ফল হওয়ার কোন লক্ষণ নেই। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। কারণ আজ চতুর্থ এবং শেষ দিনেও ব্যাটিং করবে ঢাকা বিভাগীয় দল। চট্টগ্রাম বিভাগ প্রথম দুটি ব্যাট করে ৩৭১ রান করেছিল। আর সে রানের জববাটা বেশ ভালই দিচ্ছে ঢাকা বিভাগ। গতকাল ম্যাচের তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করেছে ঢাকা বিভাগ। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মাহিদুল ইসলাম অংকন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলী এবং জয়রাজ শেখ। আগের দিনের বিনা উইকেটে ২২ রান নিয়ে গতকাল আবার ব্যাটিং করতে নামেন ঢাকা বিভাগের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী জয়রাজ শেখ। দুজন গড়েন ৯৭ রানের দারুণ এক জুটি। বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙেন শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলে হাসান মুরাদ। তিনি ফেরান আশিকুর রহমান শিবলীকে। ৭৬ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফিরেন শিবলী। তবে আরিফুল ইসলাম এসে মোটেও সঙ্গ দিতে পারেননি জয়রাজ শেখকে। ফিরেছেন মাত্র ৬ রান করে। তাকে ফেরান চট্টগ্রামের আরেক স্পিনার নাঈম হাসান। তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ৫৫ রানের আরেকটি জুটি গড়েন জয়রাজ শেখ। এজুটিও ভাঙেন হাসান মুরাদ। এবার তার শিকার ঢাকা বিভাগের আরেক ওপেনার জয়রাজ শেখ। ১৪১ বলে ৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন জয়রাজ শেখ। অভিজ্ঞ মোসাদ্দেক হোসেনও ব্যর্থ হলেন ব্যাট হাতে। মাত্র ৫ রান করে নাঈম হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন মোসাদ্দেক। এবার সঙ্গী হিসেবে আরেক অভিজ্ঞ তাইবুর রহমান পারভেজকে পেলেন অংকন। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ১০৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। অংকন নিজের সেঞ্চুরি থেকে আর মাত্র এক রান দুরে। তার ৯৯ রানের ইনিংসটি খেলেছেন তিনি ১৫৩ বলে যেখানে ৫টি চারের পাশাপাশি ৩টি ছক্কা মেরেছেন। আরেক অপরাজিত ব্যাটার তাইবুর রহমান পারভেজ অফরাজিত রয়েছেন ৩৮ রান করে। তার ৯৯ বলের ইনিংসটিতে ২টি চারের মার মেরেছেন তাইবুর। চট্টগ্রাম বিভাগের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান এবং হাসান মুরাদ। চট্টগ্রামের প্রথম ইনিংসের চাইতে এখনো ৯০ রানে পিছিয়ে রয়েছে ঢাকা বিভাগ। ফলে আজ তারা আবার ব্যাট করতে নামবে। তকে কতক্ষণ ব্যাট করে সেটা এখন দেখার বিষয়। এই ম্যাচটি নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলা যায়। আর তাই যদি হয় এবারের আসরে প্রথম পয়েন্টের দেখা পাবে চট্টগ্রাম বিভাগ।