চট্টগ্রামের প্রকৃতি ও মানুষের ভালোবাসা মুগ্ধ করে

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিল্পী দীপক দত্ত

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চারুশিল্পী দীপক কুমার দত্ত বলেছেন, চট্টগ্রামের প্রকৃতি এবং মানুষের ভালোবাসা যে কাউকে মুগ্ধ করার মতো, এখানকার মানুষ খুবই আন্তরিক। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি গর্বিত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শুরুতে চিত্রশিল্পী দীপক কুমার দত্তের জীবনী পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার। এরপর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, সাংবাদিক জাহিদুল করিম কচি, নির্মল চন্দ্র দাশ, জেড এম এনায়েত উল্লাহ, গবেষক মুহাম্মদ শামসুল হক, স্বপন কুমার মল্লিক, কাজী আবুল মনসুর, দেবপ্রসাদ দাস, নুরুল আলম, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির।

এ সময় উপস্থিত ছিলেনক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. মঞ্জুরুল আলম মঞ্জু, স্থায়ী সদস্য এম নাসিরুল হক, জামালুদ্দীন ইউছুফ, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সুভাষ কারণ, মাখন লাল সরকার, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, প্রদীপ নন্দী, তাপস বড়ুয়া রুমু, মুজাহিদুল ইসলাম, সুভাষ কারণ, মাহবুব উর রহমান, সান্টু কুমার দাশ, বিপুল বড়ুয়া, হাসান নাসির, শেখর ত্রিপাঠি, নুরউদ্দিন আহমদ, আফজাল রহিম সিদ্দিকী, মান্নান মেহেদী, মো. গোলাম মর্তুজা আলী, অমিত বড়ুয়া, আজিজুল কদির, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ হামিদুল ইসলাম, অস্থায়ী সদস্য রনি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামায় উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর গণ্ডামারায় প্যানেল চেয়ারম্যান নিযুক্ত