সিলেট একাডেমি মাঠে অনুষ্ঠানরত জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ৪০ রানে এগিয়ে আছে খুলনা। এর আগে চট্টগ্রামের স্পিনার নাঈম হাসানের বোলিংয়ে ২০৪ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। ব্যাকফুটে থাকা দলকে ম্যাচে ফিরিয়েছেন খুলনার পেনার মেহেদী হাসান রানা। তার দারুণ বোলিংয়ে চট্টগ্রাম ২২০ রানে অলআউট হয়েছে। ১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুলনা এক উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৫৬ রান। জাতীয় ক্রিকেট লিগে গতকাল রোববার ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান চট্টগ্রামের পারভেজ হোসেন ইমন। তৃতীয় রাউন্ডের ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ৫ রানের আক্ষেপে পুড়েছিলেন পারভেজ ইমন। দুই ম্যাচ পর আর ভুল করলেন না। দারুণ ব্যাটিংয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন চট্টগ্রামের তরুণ বাঁহাতি ওপেনার। আগের দিন তিনি ২০ রানে অপরাজিত ছিলেন। তার সেঞ্চুরির ম্যাচে ৫ উইকেট পেয়েছেন খুলনার মেহেদি হাসান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পারভেজের সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ১৬ রানের লিড পেয়েছিল চট্টগ্রাম। খুলনার ২০৪ রানের বিপরীতে তারা করে ২২০ রান। পরে দ্বিতীয় দিনের শেষ সেশনে ১ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৫৬ রান। এনামুল হক ৩৮ বলে ৩৭ রানে অপরাজিত আছেন। এর আগে কোনো উইকেট না হারিয়ে ৩১ রানে দিন শুরু করা চট্টগ্রাম উদ্বোধনী জুটিতে পায় ৬১ রান। এদিন আগের রানের সাথে ৩০ রান যোগ করতে পারে ওপেনিং জুটি। সাদিকুর রহমান ফেরেন ২৭ রান করে। আগের দিন ১১ রান করা সাদিক গতকাল ১৬ রান যোগ করতে পেরেছিলেন। এরপর সাজ্জাদুল হক ৪, সাব্বির হোসেন ১, ইয়াসির আলি চৌধুরিরা ০ হতাশ করলে চাপে পড়ে যায় চট্টগ্রাম। পরে ইরফান শুক্কুরের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন পারভেজ। তিনিই দলকে এগিয়ে নিতে ত্রাতার ভূমিকা পালন করেন। ১৮ চারের সঙ্গে ১ ছক্কায় ১২০ বলে ২৫ ম্যাচের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ১০৭ রানে ফেরেন তিনি মেহেদী হাসান রানার বলে ক্যাচ আউট হয়ে। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৪০ রান। এছাড়া নাইম হাসান ১০,শরীফ ৭, এনামুল ১২ রান করেন। আশরাফুল ৪ রান করে অপরাজিত ছিলেন। ৬৫ রানে ৫ উইকেট নেন খুলনার বাঁহাতি পেসার মেহেদি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার দ্বিতীয় ৫ উইকেট এটি। এছাড়া ৪ উইকেট পান আরেক পেসার মাসুম খান। আলআমিন অপর উইকেটটি লাভ করেন। ১৬ রান পিছিয়ে থেকে খুলনা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। রোববার শেষ সেশনের শেষ ঘণ্টা ব্যাটিং করে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫৬ রানের। দিনশেষে ৪০ রানে এগিয়ে আছে তারা। এনামুল হক বিজয় ৩৭ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের শরীফ ১ উইকেট লাভ করেন।