সাউথইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও পূবালী ব্যাংকের টাকা আত্মসাতের পৃথক তিনটি জারি মামলায় চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে পাঁচ মাসের সাজা দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান পৃথক এ তিনটি রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন মেসার্স ইয়াছিন এন্টারপ্রাইজের মালিক মো. মোজাহের হোসেন, তার স্ত্রী জেবুন নেছা, এস এস ইন্টারন্যাশনালের মালিক মো. সাইফুল চৌধুরী এবং জে আর ফ্যাশন লিমিটেডের মালিক পেয়ার মোহাম্মদ হাদি ও মো. শহিদুল আজম খাজমি।
আদালতের পেশকার রেজাউল করিম আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, “পৃথক তিনটি ব্যাংক থেকে পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছে।”
তিনি আরো বলেন, “মেসার্স ইয়াছিন এন্টারপ্রাইজের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা দাবি করে ২০১৭ সালের ২৪ জানুয়ারি জারি মামলাটি করে সাউথইস্ট ব্যাংক কোতোয়ালি শাখা। এস এস ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে ১০ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৩৮ টাকা দাবি করে ২০১৫ সালের ২৮ জানুয়ারি জারি মামলাটি করে ব্যাংক এশিয়া বহদ্দারহাট শাখা এবং জে আর ফ্যাশনের মালিকের বিরুদ্ধে ১ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৮১৯ টাকা দাবি করে ২০১৫ সালের ১ জুন জারি মামলাটি করে পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখা।”