চট্টগ্রামের পাঁচ নেতার গণসংবর্ধনা ৩১ ডিসেম্বর

আ. লীগের কেন্দ্রীয় কমিটি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৪:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ শীর্ষ নেতাকে সংবর্ধনার তারিখ একদিন পিছিয়ে ৩১ ডিসেম্বর (শনিবার) নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলনে নব গঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের চট্টগ্রাম থেকে অন্তর্ভূক্ত পাঁচ শীর্ষ নেতাকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগে পক্ষ থেকে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় এম.এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম মাঠে গণসংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধিত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হলেনবাংলাদেশ আওয়ামী লীগের

প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ শীর্ষ নেতাদের সংবর্ধনার তারিখ একদিন পিছিয়ে ৩১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় নিয়ে যাওয়া হয়েছে।

এই ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন দৈনিক আজাদীকে বলেন, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাদের সংবর্ধনার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ৫ নেতার সাথে আমাদের কথা হয়েছে উনারা শুক্রবার আসবেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তে জমে উঠেছে বিজয় মেলা
পরবর্তী নিবন্ধসাগরে ভেসে থাকা রোহিঙ্গাদের সাহায্যের আবেদন জাতিসংঘের