চিটাগাং উইম্যান চেম্বার ও আইএলও’র যৌথ উদ্যোগে গতকাল সোমবার উইম্যান চেম্বারের সেমিনার হলে টেকনিকাল প্ল্যানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইএলও’র চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পেড্রো জুনিয়র বিল্লেন। কর্মশালার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন আইএলও’র টেকনিক্যাল অফিসার নবীন করনা ও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস সিসাম।
সভাপতির বক্তব্যে মনোয়ারা হাকিম আলী বলেন, চিটাগাং উইম্যান চেম্বার সর্বপ্রথম আঞ্চলিক চেম্বার হিসেবে দীর্ঘদিন যাবত এ অঞ্চলে কাজ করে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা আইএলওকে সাথে নিয়ে এই অঞ্চলের নারী উদ্যোক্তা ও আঞ্চলিক চেম্বারসমূহের উন্নয়নে কাজ করব।
বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিডব্লিওসিসিআইএর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক রোকসানা আক্তার চৌধুরী রুহি, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, পরিচালক শামীম মোর্শেদ, সীমা খাতুন, বেবী হাসান, নূজহাত নূয়েরী কৃষ্টি, শাহেলা আবেদীন, লুৎমিলা ফরিদ, ফাতেমা ইসলাম লিজা, প্রাক্তন পরিচালক আক্তার বানু ফেন্সী, শামিলা রীমা, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও সিতারা রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।