চট্টগ্রামে ডেঙ্গু প্রকোপের আশঙ্কাজনক পরিস্থিতি তুলে ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে চিঠি দিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। গতকাল প্রদত্ত চিঠিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশা নিধনে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সিটি মেয়রের পাশাপাশি ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককেও (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) চিঠি দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন।
প্রদত্ত চিঠিতে বলা হয়, বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ও রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা গত বছরের তুলনায় অত্যন্ত আশঙ্কাজনক।
চলতি জুলাইয়ের গত ৫ দিনে মহানগরসহ চট্টগ্রাম জেলায় ১৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়, এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। তাই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশকনিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
চিঠি পাঠানোর তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, আগেও আমরা এ বিষয়ে চিঠি দিয়েছি। এখন আক্রান্তদের মাঝে মৃত্যু বাড়ছে। এটি উদ্বেগজনক। তাই পরিস্থিতি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আবার চিঠি দিয়েছি।
জানতে চাইলে ডেঙ্গু পরিস্থিতিকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে দাবি করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী আজাদীকে বলেন, মেয়র মহোদয় এ বিষয়ে সজাগ রয়েছেন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেনতামূলক কার্যক্রম চলমান রয়েছে বলেও দাবি করেন ডা. সেলিম আখতার চৌধুরী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৭ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।












