চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তি চাই

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। সামনেই আসছে বর্ষাকাল। এখন থেকে এর সমাধান না হলে নগরবাসী বরাবরের মতো দুর্ভোগে ভুগবেন। ‘দুর্ভোগ’ শব্দটা নগরের বাসিন্দাদের জন্য, নগরের পক্ষ থেকে সবচেয়ে বাজে উপহার তা হলফ করে বলা যায়। যেখানে আধঘণ্টার বৃষ্টিতেই শহর হাঁটুপানিতে তলিয়ে যায় সেখানে টানা চারপাঁচ দিন বৃষ্টিতে শহর পানিতে থই থই করবে নাএমন চিন্তা করাটা অস্বাভাবিক। জলাবদ্ধতা হয় মূলত ড্রেনেজ ব্যবস্থাপনার ত্রুটির কারণে। আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে চট্টগ্রাম নগরে সত্তরটির মতো খাল থাকলেও এখন বেঁচে আছে দশটারও কম। বেঁচে আছে ঠিক নয়, আধমরা হয়ে আছে। তাছাড়া নগরবাসীদের সতর্ক থাকলে ময়লার স্তূপ না জমিয়ে রাখলে কখনোই এমন জলাবদ্ধ হতো না। স্বীকার করছি এখানে নগরবাসীরাও সম্পৃক্ত। যত্রতত্র ময়লা ফেলে নালা কিংবা খাল ভরাট করা আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয় বলে আমাদের শহরটা এমন অপরিচ্ছন্ন আর জলাবদ্ধতা। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এ ব্যাপারে জরুরি পদক্ষেপ দরকার।

উম্মে সালমা

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম : প্রেম-দ্রোহের বহ্নিশিখা
পরবর্তী নিবন্ধচির বিদ্রোহীর জন্মদিনে