আসন্ন চসিক নির্বাচনে কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল আর নৌকা বীর বাঙালি জাতির গৌরবময় বিজয়ের প্রতীক, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। জনগণকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় ও চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা চন্দন ধর। আজিজ মোল্ল্লার সভাপতিত্বে ও আবদুল্লাহ আল ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন, মাসুদ করিম, সহিদুল আলম বাবুল, আবদুর রব, মাসুদ পারভেজ, মো. সেলিম, আবদুর রহমান, জাফর আহম্মদ, শরিফুর রহমান রিয়াজ, আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল মজিদ চান্দু, জাহিদা বেগম পপি, আজিজুর রহমান আজিজ, আফরোজা কালাম, নাজমুল হক ডিউক, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মো. হারেছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।