চট্টগ্রামের কবি ও সুহৃদদের সঙ্গে কবি মুহম্মদ নূরুল হুদার আড্ডা ও কবিতা পাঠ গতকাল সকালে নগরীর এম এম আলী রোডে টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজে উচ্চারক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
আড্ডায়, আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি অধ্যাপক হোসাইন কবির, কবি ওমর কায়সার, কবি ইউসুফ মুহাম্মদ, গল্পকার নাসের রহমান, কবি রুহুল কাদের, কবি রুহু রুহেল, কবি ও লালন গবেষক স্বপন মজুমদার, অধ্যাপক বশির আহমদ কনক, কবি অনুপমা অপরাজিতা, কবি ও সম্পাদক আলী প্রয়াস, কবি নিশাত হাসিনা শিরিন, লেখক সৌভিক চৌধুরী, বাচিকশিল্পী ফারুক তাহের, কবি ও প্রাবন্ধিক আজিজ কাজল, কবি বিটুল দেব, কবি ও শিক্ষক মোহাম্মদ আলী, লেখক জামশেদুল আলম, আবৃত্তিশিল্পী এ এস এম এরফান প্রমুখ। উপস্থিত ছিলেন কবিপত্নী লেখিকা সাঈদা হুদা।
আড্ডায় মুহম্মদ নূরুল হুদার শৈশব, বেড়ে ওঠার গল্প, প্রথম কবিতা লেখার স্মৃতি, শিক্ষাজীবন ও কবিতা যাপনের সক্রিয় ছয় দশকের বর্ণিল জীবনালেখ্য উঠে আসে। তিনি তাঁর কবিতার উৎসমুখ থেকে গতি–প্রকৃতি ও বাঁকবদলের চিত্র তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।











