উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর–উত্তর–দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে চট্টগ্রাম জেলার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ভাইস– চেয়ারম্যানদের এক মতবিনিময় গত ২৮ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিষদ সভাপতি তৌহিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সভাপতি এম.এ সালাম, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী, উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে উৎসাহ এবং আনন্দময় পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়েছেন, চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। সুতরাং, চট্টগ্রামবাসী হিসেবে চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে সকলকে মহাসমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগদানের মাধ্যমে সমাবেশকে সফল করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।