ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, ঘোষিত বাজেটে বরাবরের মতই চট্টগ্রামকে উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রাম–কক্সবাজারসহ দেশের ছয়টি রেললাইনকে ডাবল করা এবং আগেকার বাস্তবায়নাধীন কিছু কিছু প্রকল্পে টাকা বৃদ্ধি করে মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রশংসনীয়, তবে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রাম–কক্সবাজার সড়ক চারলেন ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক আটলেনে উন্নীত করা, চট্টগ্রামের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও চাহিদার বিপরীতে বন্দর পতেঙায় একটি এবং উত্তর ও দক্ষিণ জেলায় দুইটি ৫ পাঁচশত শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, কালুরঘাট রেল সংযুক্ত সড়ক সেতু নির্মাণে কোনো বরাদ্দ প্রস্তাবিত বাজেটে না থাকায় চট্টগ্রামবাসী হতাশ হয়েছেন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বাজেটে বিশ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দেয়ার জন্য তিনি সরকারের নিকট দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।.