নগরের সব সমস্যা আর অসঙ্গতি লেখেনি ও ভিডিও তথ্যে সংবাদকর্মীদের তুলে ধরা এবং দলমত ভুলে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
“বন্ধনে সতেরো, স্বপ্ন দেখি আরো”-শ্লোগানে আয়োজিত টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৭তম বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান।
তিনি বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ। সংবাদকর্মীদের উদ্দেশ্য করে মেয়র বলেন, আপনারা যদি আমার ভুল-ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমি সেসব সমাধান করে শহরকে মানুষের জন্য বাসযোগ্য করতে পারবো। এ সময় সবাইকে চট্টগ্রাম শহরের সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শাহাদাত।
রবিবার (১ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক নাজমুল মোস্তাফা আমিন, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী। টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু।
এছাড়াও টিসিজেএ সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ নুর হাসিব ইফরাজ, মোঃ সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু এবং সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।