চট্টগ্রামের উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে

সভায় জেলা পরিষদ প্রশাসক আনোয়ার পাশা

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের কর্ম সম্পাদনের নিমিত্ত নব গঠিত কমিটির মাসিক সভা জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, জেলা পরিষদ জেলার গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। সরকার জনকল্যাণে তৎপর বিধায় জেলা পরিষদের কর্ম সম্পাদনে সহায়তা করার জন্য এ কমিটি কাজ করছে। সবাই এক সাথে কাজ করে জনগণের প্রত্যাশা মেটানোর চেষ্টা করতে হবে। সভায় জেলা পরিষরদর চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ, মালিকানাধীন জায়গা, পুকুর ও ঘাট ইজারা, আয়বর্ধক প্রকল্প গ্রহণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ মাহফুজা জেরিন, মিল্টন বিশ্বাস, কে এম রফিকুল ইসলাম, রিগ্যান চাকমা, মু. ইনামুল হাসান, মাসুদা জান্নাত, এ বি এম মসিউজ্জামান, মো. ইশতিয়াক ইমন, হিমাদ্রী খিসা, অংগ্যজাই মারমা, মোজাম্মেল হক চৌধুরী, মাহমুদুল হাসান, আলাউদ্দিন ভুইয়া, জেসমিন আকতার, মো. রাজিব হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম,এস এম আব্দুর রহমান, প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, মো. সাইফুল্লাহ মজুমদার, আতিয়া চৌধুরী, মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা
পরবর্তী নিবন্ধআইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি