জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে প্রচুর রান। সময় কাটাতে পারলেই রানের ফল্গুধারা ছোটান ব্যাটাররা। বিশেষ করে খেলা যদি হয় বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে, তাহলে রানবন্যার ম্যাচই উপহার দেয় সাগরিকা। পরিসংখ্যান তাই বলে। প্রায় চার বছর পর আবারও সাগরিকায় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-শ্রীলংকা। এ ম্যাচেও রানবন্যা দেখছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারাত্নে। এবার অধিনায়ক হিসেবে রানপ্রসবা উইকেটের আশা করছেন তিনি। আর উইকেট ফ্ল্যাট হলে বোলারদের কাজ হবে কঠিন, সেটিও মাথায় আছে তার। গতকাল শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে করুনারাত্নে বলেন, ‘২০ উইকেট নেওয়া সহজ হবে না। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। তবে আমি মনে করি, আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তাহলে উইকেট পেতে পারেন।’
উইকেট সম্পর্কে তিনি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট উইকেট, বোলারদের জন্য কিছুই নেই। আমি যেমনটা বললাম, মাথা খাটিয়ে বোলিং করতে পারলে এখানে ২০ উইকেট নেওয়া যাবে। যদি উইকেট নাও আসে, তবু মাথা খাটিয়ে ব্যতিক্রম কিছু চিন্তা করতে হবে। আমরা সেভাবেই পরিকল্পনা করছি।’
লংকান অধিনায়ক আরো জানান, দলের সহকারী কোচ নাভিদ নওয়াজের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে থাকার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। ‘(নাভিদ নওয়াজের থাকা) এটি আমাদের জন্য বিরাট সুবিধা। নাভিদ নওয়াজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিল বেশ কয়েক বছর। তবে সে এখানের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে। আমরা সেখান থেকে ধারণা পেতে পারি।’ সঙ্গে যোগ করেন, ‘তবে আমার মনে হয় না, আগের বছরগুলোর ফলাফল এই সিরিজে কোনো প্রভাব রাখবে। প্রথম বল থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো খেলতে হবে আমাদের। আমার মনে হয়, চট্টগ্রামে কখনও জিতিনি আমরা (গত দশ বছর জেতেনি শ্রীলংকা, তার আগে আছে দুই জয়)। ঢাকায় বেশিরভাগ ম্যাচই জিতেছি। তাই আমাদের এখানে আগের ধারায় পরিবর্তন আনার জন্য জয় দিয়ে শুরু করতে হবে।’ এসময় বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে শ্রীলংকার তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘দুই দেশের কন্ডিশনে সাদৃশ্য আছে। আমরা জানি এখানের উইকেটে খেলা কেমন হয়। চট্টগ্রামে বেশিরভাগ ফ্ল্যাট উইকেটই পাওয়া যায়। তাই তাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের অনেক রান করতে হবে। গত কয়েক টেস্টে এখানে এমনটাই হচ্ছে। দেখে মনে হচ্ছে এটি ভালো, ফ্ল্যাট উইকেট।’ করুনারাত্নের শেষ কথা, ‘তবে আমরা যদি হোমওয়ার্কটা ভালোভাবে করতে পারি, তাহলে এখানের ফলাফলে পরিবর্তন আনতে পারি। যদি সেই পরিবর্তন করতে পারি, তাহলে হয়তো জয় নিয়েই ঢাকায় ফিরতে পারবো।’