চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘বুইস্যা’র অপরাধ সাম্রাজ্যের আলোচিত এক নাম। পাঁচলাইশ থানার দিগন্ত টাওয়ারের পাশে দীর্ঘদিন ধরে গড়ে তোলা এই গোপন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে বুইস্যা ও তার সহযোগীরা। অস্ত্র, মাদক ও চাঁদাবাজিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্রের কার্যক্রমে দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুইস্যার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার বাহিনী চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

সম্প্রতি র‌্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে, বুইস্যার দখলে রয়েছে অন্তত ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

এই চক্রের অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) কে সম্প্রতি গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশনায় চান্দগাঁও থানার আভিযানিক দল কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইয়াছিনকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যে পুলিশ বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, পাঁচটি কার্তুজ, একটি স্টিলের চাপাতি, ৬০০ পুরিয়া গাঁজা, তিনটি সিসি ক্যামেরা, একটি অ্যাপল মোবাইল ফোন ও একটি রাউটার।

গ্রেফতার ইয়াছিন বুইস্যার ঘনিষ্ঠ সহযোগী এবং কথিত মাদক ডন আইয়ুবের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, আইয়ুব-ইয়াসিন-বুইস্যা এই ত্রিমুখী সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্রের ব্যবসা পরিচালিত হয়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের হয়েছে—একটি অস্ত্র আইন ধারা এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায়।

এর আগে ৩ নভেম্বর একই চক্রের তিন সদস্য—আইয়ুব আলী (৪১), মো. সোহেল ওরফে মুন্না (৩২) ও হাফিজুল ইসলাম ইমন (২৪)—কে গ্রেফতার করে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, চারটি কার্তুজ, দুই হাজার দশ পিস ইয়াবা, একটি চাপাতি, টুল বক্স, মুখোশ ও একটি সিএনজি।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, “বুইস্যা চক্রের ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি চলছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। শিগগিরই চক্রের মূলহোতাদের গ্রেফতার করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত