সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছেন, সিডিএ বিগত সময়ে পাঁচ হাজারেরও বেশি প্লট বরাদ্দ দিয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হবে। গতকাল সোমবার বিকেলে সিডিএর সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের সেমিনারে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এ সময় চট্টগ্রামের আবাসন সংকট ঘুচাতে সিডিএ সর্বাত্মক চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতের আবাসন প্রকল্পগুলোতে নিম্মবিত্তদের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলে জানান। সিডিএ চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের আবাসন সংকট ঘুচাতে জাতির জনক বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম প্রকল্প গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানুষের আবাসন সংকট ঘুচাতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রচেষ্টা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এই ধারা অব্যাহত থাকবে। সিডিএর সিস্টেম এনালিস্ট মোস্তফা জামালের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন সিডিএর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মো. আবু ঈসা আনছারী। এ সময় সিডিএর বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন শাহ, কে বি এম শাহজাহান, এম আর আজিম, সিডিএর সচিব মো. সাইফুল আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দীন, নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপ-সচিব অমল গুহ, অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ হাসান, নগর পরিকল্পনাবিদ মো. জহির আহমেদ, ঊর্ধ্বতন স্থপতি গোলাম রাব্বানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।