চট্টগ্রামের আদালতগুলোতে মোট ৩৪৫ সরকারি আইনজীবী নিয়োগ

জেলা জিপি কাশেম, জেলা পিপি আশরাফ, মহানগর পিপি মফিজুল

হাবীবুর রহমান | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে মোহাম্মদ কাশেম চৌধুরী, জেলা পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) এবং মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ পেয়েছেন মফিজুল হক ভূইয়া। গত বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সংক্রান্ত নিয়োগ আদেশ জারি করা হয়। এতে জিপি, পিপি ছাড়াও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতগুলো, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে মোট ৩৪৫ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগীয় বিশেষ জজ আদালতে পিপি হিসেবে আহম্মেদ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পিপি হিসেবে মো. আফাজুর রহমান ও সৈয়দ আবুল কাশেম এবং সহকারী পিপি হিসেবে মোহাম্মদ রেজওয়ান নূর সিদ্দিকী নিয়োগ পেয়েছেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এস ইউ নুরুল ইসলাম, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে আবদুস সাত্তার সারোয়ার, মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে সিরাজুল ইসলাম চৌধুরী, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এস ই ইউ এম নুরুল ইসলাম, সাইবার ট্রাইব্যুনালে সেলিম উদ্দিন শাহীন পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল১ এ পিপি হিসেবে আলমগীর মো. ইউনুচ ও অতিরিক্ত পিপি হিসেবে রফিক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এ পিপি হিসেবে মাহমুদউল আলম চৌধুরী (মারুফ) ও অতিরিক্ত পিপি হিসেবে সাইফুল আবেদিন নিয়োগ পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৩ এ পিপি হিসেবে এরফানুর রহমান ও অতিরিক্ত পিপি হিসেবে শামিম মো. খানকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৪ এ আ ন ম কামরুল হাসনাত চৌধুরীকে পিপি হিসেবে ও ফৌজুল আমিন চৌধুরীকে অতিরিক্ত পিপি হিসেবে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৫ এ হায়দার মোহাম্মদ সোলায়মানকে পিপি ও আকবর আলীকে অতিরিক্ত পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৬ এ রওশন আরা বেগমকে পিপি ও এরশাদুর রহমান রিটুকে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এ পিপি হিসেবে শফিউল মোর্শেদ চৌধুরী ও জেবুন নাহার অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। উপ সলিসিটর (জিপিপিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিলক্রমে নতুনদের সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, জেলা জিপির পাশাপাশি অতিরিক্ত জিপি হিসেবে ২০ জন এবং সহকারী জিপি হিসেবে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পিপির পাশাপাশি ৫৯ জনকে অতিরিক্ত জেলা পিপি এবং সহকারী জেলা পিপি হিসেবে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মহানগর পিপির পাশাপাশি ৪৭ জনকে অতিরিক্ত মহানগর পিপি এবং ৬০ জনকে সহকারী মহানগর পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, সরকার পতন পরবর্তী চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও সিলেটে নতুন সরকারি আইনজীবী নিয়োগ করেছে অন্তর্বর্তী সরকার।

অতিরিক্ত জেলা জিপি হলেন যারা : সেকান্দার বাদশা, মো. কাশেম কামাল, মোহাম্মদ হাসান আলী চৌধুরী, নুরুদ্দিন আরিফ চৌধুরী, সেলিমা খানম, মো. মাঈনুদ্দিন, মো. শাহাদাত হোসাইন, আফাজুর রহমান, হাজী মো. সোলায়মান, মো. রফিকুল আলম, সলিমুল হক আওরঙ্গজেব চৌধুরী, আবুল মো. হাসান শাহাবুদ্দিরন, মেজবাহ উদ্দিন, মো. আব্দুল মালিক, মো. কুদরত উল্লাহ, গিয়াস উদ্দিন, দস্তগির রেজা সিদ্দিকী, কামরুল হাসান নাজিম ও কানিজ কাউসার চৌধুরী।

সহকারী জেলা জিপি হলেন যারা : মো. নজরুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, মো. আরেফিন রিজভী, কাজী আশরাফুল হক, আনসারী জুয়েল, আরশাদ হোসেন আসাদ, বদরুল রিয়াজ, শওকত আওয়াল, আশরাফুর রহমান চৌং, আরেফীন সিরাজ উদ্দৌলা কাকলী, মহিউদ্দিন হক চৌধুরী জুয়েল, দিলরুবা আকতার, লায়লা নুর, রফিকুল আলম, আমিনুল হক চৌধুরী, মো. আনোয়ার হোসেন, শহীদুর রহমান সিকদার, জসিম উদ্দিন, নুরুল আজিম, মনিরুল ইসলাম, মো. সলিমুল্লাহ, নূরুল করিম এরফান, মো. হাবিব, মোস্তফা কামাল, এস এম. রফিকুল ইসলাম চৌধুরী, মো. নজরুল ইসলাম, রেজওয়ান মাহমুদ মির্জা, জামেশেদুর রহমান, মো. শফিউল হক চৌধুরী, কামরুল হাসান নাজিম, ফজলুল বারী, মো. আরিফুর রহমান, মো. সাইফুদ্দিন মানিক, মো. উসমান গনি, শেখ জোবায়ের মাহমুদ, এ এইচ এম জসীম উদ্দিন, জান্নাতুল নাইম রুমানা, সৈয়দ মহাম্মদ হারুন, মনিরুল ইসলাম, শহিদ হুসাইন, বরকত উল্লাহ কায়সার, নাজমুল আকবর মাসুক, এম আলাউদ্দিন, শহিদ হোসাইন, মারুফ বিন ছবুর ও মোহাম্মদ ইলিয়াস।

অতিরিক্ত জেলা পিপি হলেন যারা : মোহাম্মদ ইউনুছ চৌধুরী, মো. আনোয়ার সাদাত, সৈয়দ এহতেশামুল হক, আব্দুল মোতালেব, আলমগীর মো. ইউনুচ, হুসাইন মোহাম্মদ আশরাফুদ্দীন, মো. আশরাফ ছিদ্দিকী, শহীদুল ইসলাম সুমন, মো. আবুল কালাম আজাদ (কাজী আজাদ), ইফতিখার হোসেন চৌধুরী, রায়হান সালেহীন, খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, মো. জামাল উদ্দিন, ইকবালুর রহমান, রিয়াদ উদ্দিন, বেলায়েত হোসেন, নাছের উদ্দিন, শওকত ওসমান, মো. দেলোয়ার হোসেন, হারুনঅররশিদ, নেজাম উদ্দিন, এস. এম. ইকবাল চৌধুরী, সেলিম উদ্দিন শাহিন, হাজী মফিজুর রহমান, সৈয়দুল আমিন, .এন.এম মাইনুল চৌধুরী, জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম মাসুদ, মো. ইব্রাহীম পাটোয়ারী, মহিউদ্দিন সিকদার, লোকমান শাহ, আলাউদ্দিন, আবছার উদ্দিন হেলাল, খোরশেদুল আলম বেলাল, ইসকান্দার সোহেল, আনোয়ার হোসেন, শহীদুল হক রিটন, আলী আহসান ফারুক, সরোয়ার হোসেন লাভলু, মোহাম্মদ শরীফ, নাছির আহমদ খান, মোকাররম হোসাইন, অলি আহমদ, জেবুন নাহার লিনা, আলী আকবর সানজেক, মো. লোকমান, এনামুল হক, মো. এহছানুল হক, ফারুক আহমদ সেলিম, মো. শাহাদাৎ হোসেন, ইমতিয়াজ আহমদ জিয়া, রহিম উদ্দিন চৌধুরী, অঞ্জন প্রসাদ, আনোয়ার হোসেন, জিয়াউল হক, মো. আনোয়ার হোসেন, শিপন কুমার দে, মো. এনামুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহীম।

সহকারী জেলা পিপি হলেন যারা : মাহমুদুল হক সুমন, হাসান মোহাম্মদ কাদের, খুরশেদ আলম, মাহফুজা সুলতানা, তাসনুবা হোসাইন, জাহিদ হোসাইন, মাঈনুদ্দিন ফারুক, ফারজানা আক্তার জুই, শফিউল আজম, মো. সালাউদ্দিন, জয় বড়ুয়া, রাশেদ পারভেজ, আবদুল্লাহ আল মামুন, হাবিবা আক্তার, নাজমুল ইসলাম চৌধুরী, সায়েদা আক্তার চৌধুরী, আরাফাত হোসেন রাবু, মো. ইয়াকুব, লাকী আক্তার, মো. জসিম, মো. জাহাঙ্গীর আলম, মো. দেলোয়ার হোসেন, মো. শাহাজাহান, সাইফুল আলম, নাসরিন সুলতানা, নুসরাত জাহান, পুষ্পা সুলতানা, ওয়াহেদ হোসেন চৌধুরী, মেজবাউল আলম এমিন ,রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. শাহজাহান, শাহীন সুলতানা, হাসানউলকরিম সিকদার, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল নোমান, মো. আকসাদুর রহমান, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল নোমান, মো. আকসাদুর রহমান, আলী আকবর, মো. সিরাজুল ইসলাম, জয়নাল আবেদিন, মো. ওসমান গণি, মো. মোখলেছুর রহমান, আলী হায়দার, জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, নাসিমা আক্তার, মো. লোকমান, দিদারুল আলম সুমন, মো. আলমগীর আলম, মো. ফরিদ উদ্দিন বেলাল, কাজী কামরুন্নেছা, মোমেনুল হক, ফারুক আহাদ, মনিরুল ইসলাম, তৌহিদুল বারী চৌধুরী, মহিউদ্দিন, আফসানা মেহনাজ, তানজিউল মোস্তফা নিরু, রেজাউল করিম, মো. সাহেদ হোসেন, মো. কায়সার, হেলাল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, আবদুল্লাহ আল গালিব, নেজামউদ্দিন, মকছুদুর রহমান, মো. শাকিল, মোসাম্মত আন্‌জুমান আরা, মোহাম্মদ শহীদুল হক, মো. আবুল মাজন, ফোরকান উদ্দিন আরাফাত, মো. শহীদুল ইসলাম, জিয়াউল হক, আবছারুর রশিদ, আকতার হোসেন, ফরিদুল আলম, মো. ফখরুল ইসলাম, আব্দুল জব্বার, আবু বকর, মোহাম্মদ সাকিল, অসিম কুমার দাস, মো. সাকিবুর রহমান (নূর), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী, খোরশেদ আলম, মোহাম্মদ মিজানুর রহমান, কামাল হোসাইন, রেজাউল করিম, মো. জাহিদুল ইসলাম।

অতিরিক্ত মহানগর পিপি হলেন যারা : নিশাত সুলতানা, মাইনুদ্দিন মোহাম্মদ সোহেল, আবদুল কাদের, মোহাম্মদ আফাজুর রহমান, হাজী মো. খোরশেদুল আলম, মাসুদ আলম, এইচ এম আবুল হাসান, আজিজুল হক চৌধুরী, আশফাক আহামদ, শহিদুর রহমান, আবুল কালাম আজাদ, আজম ফজলুল হক বাবুল, আবুল মাজন আজাদ, মো. নুরুল ইসলাম, মাহাবুবুল আলম, মো. জালাল উদ্দিন, আবু তাহের, মো. হাশেম, ফেরদৌস মোরশেদ খান, খাইরুল ইসলাম ভুইয়া বেলাল, নাছিমা আক্তার চৌধুরী, মাহফুজুর রহমান মিল্লাত, মোরশেদ আলম, তাজুল ইসলাম, শফিউল হক চৌধুরী সেলিম, .জে.এম.এন শহীদুল্লাহ, নিলুফার ইয়াসমিন লাভলি, রতন চক্রবর্তী, জেবুন নাহার সিকদার, এস এম ইকবাল হোসেন চৌধুরী, মো. মোতাহের হোসেন, মো. মোরশেদ আলম, জেড মোহাম্মদ হাসান উদ্দৌলা মিনার, মো. সাইফুদ্দিন, ইরফানুল হুদা ফারুকী, মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক আহমদ, মো. জহুরুল আলম, মোরশেদুর রহমান, হামিদুর রশিদ চৌধুরী, মো. মাইনুল হোসেন ভূঁইয়া, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ কবির হোসাইন, মোহা. ফরিদুল আলম, মোবারক শাহ কুতুবী, মোহাম্মদ শাহাদত হোসেন, নেজাম উদ্দিন।

সহকারী মহানগর পিপি হলেন যারা : মো. রেজাউল করিম, ইমতিয়াজ আহমেদ, মাশকুরা বেগম মেরী, আশরাফী বিনতে মোতালেব, আয়েশা আক্তার সানজে, বিলকিস আরা মিতু, আবু সায়েদ, ফিরোজ আলম, তাজউদ্দিন, আবিদা সুলতানা শারমিন, আছমা খানম, মো. এরশাদ আলম, মো. আলী ইয়াছিন, মো. ইয়াছিন, মো. জাহেদ হোসাইন, ওহেদুল ইসলাম চৌধুরী, শেখ সোহেল মাহমুদ রাসেল, রিয়াদ উদ্দিন, রাশেদ পারভেজ, জায়েদ বিন রশিদ, মোয়াজ্জেন হোসেন, রোমানা শরীফ, আবুল মনছুর সিকদার, শেখ তাপসী তহুরা, আইনুল কামাল, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ওসমান, দিলনুর আক্তার, আবদুল্লাহ আল ফারুক, মোস্তফা করিম, আলাউদ্দিন আল আজাদ, মফিজ উদ্দিন ইমন, এইচ. এস. সোহরাওয়ার্দী, সাইফুল ইসলাম চৌধুরী, আবদুল আওয়াল খান, খোরশেদ আলম, কুতুব উদ্দিন, শায়দুল হক, মারুফ মোহাম্মদ নাজেবুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, মো. রফিকুল ইসলাম, মো. মিজবাহ উদ্দিন, আয়াতুল্লাহ, মো. মেজবাহ উদ্দিন, তৌহিদুল ইসলাম, নাসির উদ্দিন রুবেল, মো. নাসেমুল আবেদীন চৌধুরী, আবদুল্লাহ আল ফাহাদ, আহসান উল্লাহ মানিক, ইমরান হোসেন চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, জালাল উদ্দিন পারভেজ, নূর কামাল, মো. হাসান কায়েস, তৌহিদ হোসাইন সিকদার, জসিম উদ্দিন, আবদুস ছবুর, জামাল উদ্দিন ও মো. কাইয়ুম ইসলাম তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের অবৈধ বসতি উচ্ছেদে নতুন সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধজ্বালানি তেল সেক্টরে বেসরকারি উদ্যোগের নেতিবাচক প্রভাব