‘আমার কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোয়ারে, শেখ হাসিনার উন্নয়নের হতা হইয়্যুম জনগণরে, নৌকা মার্কায় ভোট দিইয়েরে আবার প্রধানমন্ত্রী বানায়ইয়্যুম তোয়ারে’-খালি গলায় এ আঞ্চলিক গান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনালেন পটিয়ার শারীরিক প্রতিবন্ধী ও কুকিল কণ্ঠশিল্পী খ্যাত সঞ্জয় বড়ুয়া।
কোন পেশাদার শিল্পী না হলেও বিভিন্ন অনুষ্ঠানে খালি ও সুরের তালে গান গেয়ে মানুষকে মুগ্ধ করেন শারীরিক প্রতিবন্ধী এ যুবক। এর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সঞ্জয় বড়ুয়া বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আমাদের প্রতিবন্ধীদের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য।
গতকাল পটিয়া কালারপোল অহিদিয়া সেতুসহ দেশের একশটি সেতুর ভাচ্যুৃয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হয়ে সঞ্জয় বড়ুয়া আঞ্চলিক এ গান গেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করেন। প্রধানমন্ত্রী এ সময় তার গান হাসতে হাসতে তালি দিয়ে তাকে অভিবাদন জানান।
এর আগে অনুষ্ঠানের সঞ্চালক চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান প্রধানমন্ত্রীকে জানান, শারীরিক প্রতিবন্ধী সঞ্জয় বড়ুয়া সাতদিন ধরে আপনাকে একটি আঞ্চলিক গান শুনাতে অপেক্ষা করছেন। আপনি যদি অনুমতি দেন সে গান শুনাবে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গান শুনার অনুমতি দেন। প্রধানমন্ত্রী তার গান শুনার পর ‘খুব ভালো, খুব সুন্দর গান’ বলে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানান।
এর আগে পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও উপকারভোগী শাহনাজ আকতার রানীর বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী।