চট্টগ্রামে ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন শনাক্ত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ৯৮৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৬৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ৬.৩৮ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। এর আগে টানা ৬ দিন শতাধিক সংখ্যায় করোনা সংক্রমিত শনাক্ত হয় চট্টগ্রামে। ৬দিন পর করোনা শনাক্তের সংখ্যা একশোর নিচে নামলো শনিবার। এদিকে, শুক্রবার নতুন শনাক্ত ৬৩ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫৪৫ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে ৩১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবার ৯৮৬টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৪৫ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১৫.৪৬ শতাংশ। নতুন ৬১ জনসহ এ পর্যন্ত ১৭ হাজার ১৮১ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৭৬.২০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে, শনিবার চট্টগ্রামে করোনা শনাক্ত ৬৩ জনের মধ্যে ৫৭ জন মহানগরীর এবং ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন উপজেলা পর্যায়ে হাটহাজারীতে ৪ জন, রাউজানে ২ জন এবং আনোয়ারায় ১ জন করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধপথ শিশুদের পাশে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধভাটিয়ারীতে মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই