চট্টগ্রামে ৫ দিনে টিকা নিলেন ৬০ হাজার জন

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদক | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে জেলার ১০ হাজার ৫৩৭ জন এবং নগরীর ৯ হাজার ২৩৩ জন।
এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত পাঁচ দিনে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৭৮০ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া হয়। গতকাল মঙ্গলবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, মঙ্গলবার জেলার ৯৪২ জন ও নগরীর ৯১৮ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৪১ হাজার ৯৫৬ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৫ হাজার ৫৫৭ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে উপচে পড়া ভিড়
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে জনসনের টিকা স্থগিতের পরামর্শ