চট্টগ্রামে ৩ লাখ ৬২ হাজার টিকা প্রদানের লক্ষ্য

করোনা টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইন আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় চট্টগ্রামেও করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ ক্যাম্পেইন পালিত হচ্ছে আজ। মহানগর ও উপজেলার ওয়ার্ড পর্যায়ে একযোগে এ টিকা (বুস্টার ডোজ) দেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় মহানগরসহ জেলায় মোট ৩ লাখ ৬২ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মাঝে মহানগরের ৪১টি ওয়ার্ডে ৪১ হাজার মানুষকে এ টিকা দেয়া হবে।

অন্যদিকে উপজেলা পর্যায়ে ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে টিকা দেয়া হবে ৩ লাখ ২১ হাজার জনকে। মহানগরের প্রতি ওয়ার্ডে ২টি করে কেন্দ্র স্থাপন করে বুস্টার ডোজ দেয়ার কথা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে বলেন, প্রতি কেন্দ্রে ৫০০ জনকে বুস্টার ডোজ দেয়া হবে। সে হিসেবে প্রতি ওয়ার্ডে এক হাজার জন এদিন বুস্টার ডোজ পাবেন। আর ৪১ ওয়ার্ডে সবমিলিয়ে ৪১ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজ প্রয়োগে আমাদের টার্গেট রয়েছে।

অন্যদিকে, ১৫ উপজেলায় ২০০ ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা ৬০০টি। প্রতি ওয়ার্ডে ৫০০ জন করে ৬০০ ওয়ার্ডে ৩ লাখ টিকা গ্রহীতাকে বুস্টার ডোজের আওতায় আনা হবে জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এর বাইরে ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে দেড় হাজার করে আরো ২১ হাজার মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। সবমিলিয়ে উপজেলা পর্যায়ে মোট ৩ লাখ ২১ হাজার টিকা গ্রহীতাকে বুস্টার ডোজের আওতায় আনার টার্গেট রয়েছে।

দ্বিতীয় ডোজ গ্রহণ পরবর্তী চার মাস পার হলেই ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সী যে কেউ এ ক্যাম্পেইনে এ বুস্টার ডোজ নিতে পারবেন জানিয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, কেন্দ্রে আসার সময় টিকা কার্ডের প্রিন্ট কপিটি অবশ্যই সাথে আনতে হবে। নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও বুস্টার ডোজ গ্রহণে মানুষকে উদ্বুব্ধ করতে এ ক্যাম্পেইন গ্রহণ করা হয়েছে জানিয়ে এই দুই কর্মকর্তা বলেন, ইদানিং মানুষের মাঝে বুস্টার ডোজ গ্রহণে আগ্রহের কমতি দেখা গেছে। কিন্তু পার্শ্ববতী দেশসহ আমাদের দেশেও করোনা আবারো চোখ রাঙাচ্ছে। আর করোনা থেকে নিজের পাশাপাশি পরিবারকে বাঁচাতে টিকার কোনো বিকল্প নেই। তাই যারা এখনো পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের অবশ্যই বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন ডা. সেলিম আকতার চৌধুরী ও ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
এদিকে, ক্যাম্পেইনের পাশাপাশি স্থায়ী কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান চলমান থাকবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধপ্রদীপ-চুমকির বিরুদ্ধে রায় ২৭ জুলাই
পরবর্তী নিবন্ধজিইসিতে নারীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৩