চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৩ জন

আজাদী অনলাইন | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১:০৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৩৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩৫ জন মহানগর এলাকার এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩০১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৮৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬১৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৩ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধপেনিনসুলাতে কাল থেকে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন শুরু
পরবর্তী নিবন্ধ২৩ লাখ টাকাসহ ঢাকায় আটক কক্সবাজারের সার্ভেয়ার