চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭

আজাদী অনলাইন | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় ১২৮ জনের নমুনা পরিক্ষা করে সাত জনের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারো মৃত্যু হয়নি।

সোমবার (১৯ সেপ্টেম্বর ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ সব তথ্য দেওয়া হয়।

নতুন আক্রান্ত ৬ জন নগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৮০৬ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ৯০৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯০১জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজনসহ নিহত ২
পরবর্তী নিবন্ধবন্দরে কোকেন জব্দের মামলায় ২ জনের সাক্ষ্যগ্রহণ