চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬০ জন। এছাড়া মারা গেছেন ৭ জন। এমরধ্যে চারজনই নারী।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রেরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, চট্টগ্রামের মোট ১০টি ল্যাবে ১২০ জনের করোনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২০ জনের নমুনা পরীক্ষা ৭ জন, মা ও শিশু হাসপাতালে ৯ জনের মধ্যে একজন, মেট্রোপলিটন হাসপাতালে ১৯ জনের নমুনায় ৬ জন এবং এপিক হেলথ কেয়ারে ২৫ জনের নমুনায় পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।