চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৯৬ ডেঙ্গু রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৪ জনে। এর মাঝে আগস্ট মাসেই আক্রান্তের সংখ্যা তিন হাজার ১১ জন। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩১১ জন।

এদিকে, মোট আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে গত আগস্ট মাসে। জুলাই মাসে মৃত্যু হয় ১৬ জনের। মোট মৃত্যুর ২২ জনই শিশু। এছাড়া নারী ২১ জন এবং ১৬ জন পুরুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। সিভিল সার্জন ৯ম পৃষ্ঠার ৩য় কলাম

কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১২৩ জন।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের সেলফি দেখেই বিএনপির পশ্চাৎযাত্রা শুরু : কাদের
পরবর্তী নিবন্ধসবার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করুন